হবিবপুর: মালদা জেলায় প্রথম আদিবাসী ‘ফিল্ম ফেস্টিভ্যাল’-এর আয়োজনকে ঘিরে উৎসাহ দেখা দিয়েছে এলাকার আদিবাসীদের মধ্যে। আগামী রবিবার হবিবপুরের বেগুনবাড়ি ফুটবল ময়দানে এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রস্তুতিতে সংশ্লিষ্ট ময়দানে জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। জানা গিয়েছে, রিক ফিল্ম প্রোডাকশনের পরিচালনায় ‘অল ইন্ডিয়া ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যাল’ বা আদিবাসী ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে। নতুন ধরনের এই অনুষ্ঠানের প্রস্তুতিকে ঘিরে প্যান্ডেল ও মঞ্চ বাঁধার কাজ দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার উৎসাহী আদিবাসী মানুষজন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় তো প্রথম বটেই। জেলাতেও প্রথম আদিবাসী ফিল্ম ফেস্টিভ্যাল হতে চলেছে। আমরা এই ধরনের অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছি। এই ফিল্ম ফেস্টিভ্যাল আসলে কী, অনেকেই এখনও ভালো করে জানেন না। তবে অনুষ্ঠানের সঙ্গে আদিবাসী সমাজের বিভিন্ন শিল্পীরা জড়িয়ে আছেন এটা ভেবেই খুব উৎসাহ সকলের মধ্যে।
আর্থ সামাজিকভাবে পিছিয়ে থাকা আদিবাসী সমাজের মধ্যেও অনেক প্রতিভাধর গুনী শিল্পী আছেন। যাঁরা ইউটিউব, ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তাঁদের বিভিন্ন নাচ, গান, নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান তুলে ধরেন। এইভাবেই বিকশিত হচ্ছে আদিবাসী সমাজের গুনীজনদের প্রতিভা। আদিবাসী সমাজেরই অনেক লেখক, নাট্যকার সহ বিভিন্ন কলাকুশলী সমাজের নানা শিল্পীদের নিয়ে শুরু করেন চলচিত্র নির্মাণের প্রয়াস।
জানা গিয়েছে, হবিবপুরের বেগুনবাড়ি ফুটবল ময়দানে আয়োজিত আদিবাসী ফিল্ম ফেস্টিভ্যালে আসবেন অনেক গুনী শিল্পী ও কলাকুশলীরা। কলকাতা থেকে আসবেন সিংরাই সোরেন, ডিগীর সোরেন, লক্ষ্মণ সোরেন। এছাড়াও আসবেন, রাজু রাজ বিরলী, রঘুনাথ টুডু, মার্শাল ডলি, পঙ্কজ মুর্মু, শ্রেয়া হাঁসদা, আইলা টুডু ছাড়াও আরও অনেক আদিবাসী শিল্পীরা।
আরও পড়ুন : সর্পাঘাতে মৃত্যু রুখতে কর্মশালা গাজোলে