গাজোল: আদিবাসী অধ্যুষিত এলাকায় কলেজ থাকলেও চালু নেই সাঁওতালি ভাষায় (Santali language) পঠনপাঠন। তাই অবিলম্বে চলতি শিক্ষাবর্ষে সাঁওতালি ভাষায় কলেজে পাস ও স্নাতক বিভাগে পঠনপাঠন চালু সহ ছয় দফা দাবিতে গাজোল কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল চারটি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ‘আদিবাসী একতা হুলসাই মঞ্চ।‘ এদিন ভুয়ো নথিপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চিহ্নিত করে ভর্তি বাতিল, স্নাতক প্রথম বর্ষে মেধা অনুযায়ী অসংরক্ষিত আসনে ভর্তি প্রক্রিয়ার সম্পন্ন করে সংরক্ষিত আসনে ভর্তির সুব্যবস্থা করা, কলেজে আদিবাসী ছেলেমেয়েদের হস্টেল এবং ভোকেশনাল কোর্স চালুর দাবিও জানানো হয়। ডেপুটেশনে অংশ নেয় আদিবাসী সেঙ্গেল অভিযান, ভারত জাকাত মাঝি পরগনা মহল, মালদা সুশীল শিক্ষক সমাজ, জমি রক্ষা কমিটি ও হড়সমাজ এবং ঝাড়খণ্ড দিশম পার্টি। কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযান জেলা সভাপতি বিনয় বেসরা, ঝাড়খণ্ড দিশম পার্টির জেলা সভাপতি রবিন মুর্মু, ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি তাপস মার্ডি, রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের বিপিন কিস্কু, মালদা সুশীল সমাজ সংগঠনের নেত্রী সুপ্রিয়া হেমরম, গোরা মুর্মু সহ সংগঠনের অন্যান্য কর্মীরা। এদিন আদিবাসী একতা হুলসাই মঞ্চের পক্ষ থেকে তাদের সম্মিলিত দাবিপত্র তুলে দেওয়া হয় কলেজের অধ্যক্ষ ড. মহ: শামসুল হকের হাতে। দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।
আরও পড়ুনঃ এমজেএন মেডিকেলে হচ্ছে আই ব্যাংক