কালিয়াগঞ্জ: ধনকৈল হাটে তোলাবাজদের হাতে নিগ্রহের অভিযোগে এদিন তির ধনুক নিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো আদিবাসী মহিলা ও পুরুষ। অভিযোগ, এক সপ্তাহ আগে শুয়োরের মাংস বিক্রি করতে এলে কালিয়াগঞ্জ ব্লকের ১ নম্বর অনন্তপুর অঞ্চলের মাহিনগর গ্রামের মঙ্গল হেমব্রমের কাছ থেকে হাটের দু’জন তোলাদার দু’শো টাকা দাবি করে। পরে, মঙ্গলের মামাশ্বশুর বৈজাল টুডু পঞ্চাশ টাকা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। কোনওরকমে বেঁচে ফেরার পথে তোলাদারেরা বৈজাল টুডু ও তাঁর স্ত্রী মংলী টুডুকে রাস্তায় ফেলে মারধর করে। এর জেরেই এদিন কাছারি ঘর ঘিরে হাতে তির ধনুক নিয়ে বিচার চাইতে আসেন কয়েকশো আদিবাসী মহিলা ও পুরুষ। এতে আতঙ্ক ছড়ায় হাট এলাকায়।
কাছারি ঘর তালাবন্ধ ছিল, দেখা যায়নি তোলাদার ও হাট মালিকদেরও। বড়রকম হাঙ্গামার আভাস পেতেই বন্ধ কাছারির সামনে হাজির হন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন। তবে এবিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি কালিয়াগঞ্জ থানায়। মঙ্গল হেমব্রমের দাবি, ঘটনাটি মিটিয়ে নিতে সোমবার তাঁদের কাছারিতে ডাকেন হাট মালিকেরা। তবে, ধনকৈল হাট মালিকদের অন্যতম অংশীদার স্বপ্নিল ভৌমিক ঘটনাটি স্বীকার করে জানান, তাঁরা ওই তোলাদারদের তাদের কাজ থেকে বরখাস্ত করে দিয়েছে।’
আরও পড়ুন : ‘আমি ষড়যন্ত্রের শিকার’, জামিন পেয়েই জানালেন পাশাং লামা