জাকার্তা: লকডাউন অমান্যকারীদের সচেতন করতে যথাসাধ্য চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েছে পুলিশ। তবুও করোনার বিপদ বুঝছেন না সাধারণ মানুষ। তাই আর উপায় না দেখে লকডাউন অমান্যকারীদের পরিত্যক্ত হানা ঘরে পাঠানোর ব্যবস্থা করা হল ইন্দোনেশিয়ায়।
লকডাউনের নিয়ম না মানলেই হানা ঘরে তালাবন্দি করে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরেজেন রিজেন্সি প্রধান কুসদিনার অনতুং ইউনি সুকোবাতি বলেন, ‘বাধ্য হয়ে একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ ধরনের লোকেদের সঠিক শিক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। দেশটির রাজধানী জাকার্তা এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ শহরে এই সিদ্ধান্ত কার্যকারী করা হবে। করোনা ভাইরাস আটকাতে ১৪ দিন গৃহবন্দী থাকার পরামর্শকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে।’
দেশটির বেশিরভাগ মানুষ অতিজাগতিক ঘটনায় বিশ্বাস করেন। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত মানুষকে গৃহবন্দী রাখার ব্যাপারে কার্যকরী হতে পারে বলে মনে করেছেন দেশটির প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত তিন জনকে একটি হানাবাড়িতে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। অভিযোগ, তারা দু’সপ্তাহের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ অগ্রাহ্য করে বাইরে ঘুরে বেরোচ্ছিলেন। প্রশাসনিক কর্মকর্তাদের কথায়, দেশের জনগণের সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।