জাকার্তা: উড়ান শুরুর মাত্র ৪ মিনিটের মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ ইন্দোনেশিয়ার একটি বিমান। তাতে ছয় শিশু সহ মোট ৬২ জন যাত্রী ছিলেন। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ ওয়েস্ট কালিম্যানতান প্রদেশের পন্টিনায়াক যাওয়ার জন্য এসজেওয়াই ১৮২ বিমানটি জাকার্তা থেকে উড়ান শুরু করে। কিন্তু উড়ানের মাত্র ৪ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে সমস্ত সম্পর্ক বিছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। বিমানের গতিবিধিতে নজরদারি চালানো একটি ওয়েবসাইট জানিয়েছে, বিমানটি কিছু সময়ের মধ্যেই ১০,০০০ ফুট নীচে নেমে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, জাকার্তার জলে একটি বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেকারণে এসজেওয়াই ১৮২ বিমানটি ভেঙে পড়েছে বলেই প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিমান নিখোঁজের বিষয়ে এখনও সঠিক তথ্য মেলেনি।
- Advertisement -