জাকার্তা, ১৬ জুনঃ প্রায় ৭ মিটার লম্বা পাইথনের পেট থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ার দেহ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার মুনা দ্বীপের পার্সিয়াপান লয়েলা গ্রামে। ঘটনার সত্যতা স্বিকার করে মুনা দ্বীপের পুলিশ প্রধান জানান, ৫৪ বছর বয়সি ওই গ্রামের বাসিন্দা ওয়া টিবা বৃহস্পতিবার বিকেলে বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। বাগানের কিছুটা দূরেই তাঁরা ৭ মিটার লম্বা পাইথনটিকে দেখতে পান। সন্দেহ হওয়ায় শুক্রবার সকালে টিবার পরিবার সহ গ্রামবাসীরা পাইথনটিকে মেরে তার পেট চিরে টিবার মৃতদেহটি উদ্ধার করেন।
- Advertisement -
ছবিঃ সংগৃহীত