নয়াদিল্লি: এবার থেকে ভারতীয় বায়ুসেনায় স্থায়ীভাবে মহিলা যুদ্ধবিমান পাইলট নিয়োগ করা হবে। এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নারীশক্তির হাত মজবুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
টুইটারে রাজনাথ সিং লেখেন, ‘বায়ুসেনায় মহিলা যুদ্ধবিমান পাইলট নিয়োগের পরীক্ষামূলক প্রকল্পকে স্থায়ী রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। এই সিদ্ধান্ত দেশের নারীশক্তির এবং নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিপূরণের প্রমাণ।
আরও পড়ুনঃ আজ কত পেট্রোল-ডিজেলের দাম? জানুন