দিনহাটা: দিনহাটা ১ ব্লকের খালিসা গোসানিমারি রাজপাট প্রাইমারি স্কুল চত্বরে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হল। মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেন দিনহাটা-১ ব্লকের বিডিও সৌভিক চন্দ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগন।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ স্থানীয় বাসিন্দাদের যেকোনও সমস্যা সমাধানের জন্য এখানে পৃথক পৃথক টেবিলে সংশ্লিষ্ট দপ্তরের অফিসারগন বসেছেন। এলাকার বাসিন্দারা লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা জানাতে এসেছেন।
বাসিন্দাদের মধ্যে ফুলকুমারি দাস বলেন, ‘আমার বৃদ্ধভাতা পাইনা তাই এখানে এসেছি।‘ এলাকার আরেক স্থানীয় সরোজিনী বর্মন বলেন, ‘আমরা স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা পাইনা, সেজন্য এসেছি।‘
অন্যদিকে, বিডিও সৌভিক চন্দ বলেন, ‘সরকারি নির্দেশ মতো এদিন এই ব্লকের দুটো গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি শুরু করা হয়। ক্রমপর্যায়ে তা অন্যান্য গ্রাম পঞ্চায়েতেও করা হবে।‘
পাশাপাশি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এদিন এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।