ইসলামপুর: মহকুমা হাসপাতালের পর এবার ইসলামপুর (Islampur) সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামল মহকুমা প্রশাসন, পুরসভা, পূর্ত দপ্তর এবং ভূমি দপ্তর। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করে স্থায়ী দোকান বানিয়ে ফেলেছিল কিছু জবরদখলকারী। বৃহস্পতিবার পুরসভার এগজিকিউটিভ অফিসার তথা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলামের উপস্থিতিতে সেখানে উচ্ছেদ অভিযানে চালানো হয়। সরকারি জায়গার উপর থাকা বন্ধ দোকানগুলি আর্থ মুভার দিয়ে ভেঙে ফেলা হয় এবং অন্যান্য দোকানদারদের সাতদিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন : রোমিওর হাত ধরে গৃহত্যাগী ৩ শিশুর মা