ফালাকাটা: ছোটো গাড়ির ধাক্কায় জখম হয়েছিলেন ফালাকাটার এক ব্যবসায়ী। সোমবার ফালাকাটার একটি নার্সিংহোমে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম অনুপম সরকার ওরফে লেবু (৪৫), বাড়ি ফালাকাটা শহরের মাদারিরোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় ওই ব্যক্তিকে একটি ছোট গাড়ি ধাক্কা মারে। গাড়ি চালক মদ্যপ ছিল বলে অভিযোগ। দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান ওই ব্যবসায়ী। তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।পরিবারের লোকেরা রবিবার তাঁকে সেখান থেকে ছুটি করিয়ে ফালাকাটার অন্য একটি নার্সিংহোমে ভরতি করান। সোমবার ওই নার্সিংহোমেই তাঁর মৃত্যু হয়। ফালাকাটা থানার আইসি সোনাতন সিংহ জানিয়েছেন, দেহ এদিন ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। তবে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘সিবিআই, ইডি বিজেপির ঝান্ডা ধরুক’, স্লোগান তৃণমূলের মিছিলে
বীরপাড়া: 'সিবিআই, ইডি উর্দি খোলো, বিজেপির ঝান্ডা ধরো', বৃহস্পতিবার তৃণমূলের মিছিলে এই স্লোগান দেওয়া হল রাঙ্গালিবাজনায়। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)...
Read more