গয়েরকাটাঃ দুটি পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন একটি গাড়ির চালক ও খালাসি। শুক্রবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে গয়েরকাটার আম্বাডিপা এলাকায় এশিয়ান হাইওয়ের বানারহাট (Banarhat) থানার ট্রাফিক গার্ডের নাকা চেকিং পয়েন্টের সামনে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। জখন দু’জন কে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পুলিশ। জানা গিয়েছে, এদিন প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুমরেমুচরে যায় একটি ট্রাকের সামনের দিকের অংশ। এই দূর্ঘটনায় গুরুতর জখম হয় দুই জন। তাদের পরিচয় জানা যায়নি।
বীরপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুনের অভিযোগ
বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় (Birpara) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সামসাদ শাহ। মহাকালপাড়ার...
Read more