ডিজিটাল ডেস্ক : পুরভোটকে সামনে রেখে শাসক দল তৃণমূল রাজ্য জুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছে। কখনো দেওয়াল লিখন, কখনো পোস্টার, কখনো ফেস্টুনের মাধ্যমে। তবে এবার বীরভূমের এক যুবক তৃণমূলের প্রচার শুরু করলেন অভিনব কায়দায়। সূত্রের খবর, বোলপুরের এক যুবক অনিমেষ দাস বিনামূল্যে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্নের ট্যাটু এঁকে দিচ্ছেন। কার্যত অনিমেষ দাস জানিয়েছেন, দলকে ভালোবেসে এবং প্রচারের উদ্যোগে তিনি এই পথ বেছেছেন। অন্যদিকে, বিনামূল্যে তৃণমূলের দলীয় চিহ্ন আঁকাতে অনেকেই অনিমেষের কাছে ভিড় করছে বলে জানা যাচ্ছে। পুরভোটের আগে তৃণমূলের জন্য এই প্রচার ভালোই নজর কাড়ছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি, কী বলছে আবহাওয়া দপ্তর?