ফালাকাটাঃ স্বামীর সঙ্গে ঘর করতে চেয়ে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসলেন স্ত্রী। শ্বশুরবাড়িতে ঢোকার জন্য সঙ্গে পুলিশও নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু তার পরেও শ্বশুরবাড়িতে ঢুকতে পারেননি। ফলে বাধ্য হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে ধরনায় বসেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফালাকাটা ১৩ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ায়। ঘটনার খবর পেয়ে ওই মহিলার সঙ্গে কথা বলতে যান এলাকার কাউন্সিলার। অভিযোগ, ধরনায় বসার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে তালা মেরে অন্যত্র গা–ঢাকা দেন।
জানাগেছে, ফালাকাটা দেশবন্ধুপাড়ার যুবক মিঠুন সাহার সঙ্গে বিয়ে হয়েছিল কামাক্ষাগুড়ির বাসিন্দা পরিতোষ তালুকদারের মেয়ের। ২০২০ সালে সামাজিক মতে তাদের বিয়ে হয়। অভিযোগ বিয়ের রাত থেকেই নববধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। মিঠুন সাহার বাবা, মা, দিদি সহ অন্যরাও নির্যাতন চালাত বলে অভিযোগ। বিষয়টি নিয়ে থানা, আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু এখনও পর্যন্ত বিষয়টি মিটমাট হয়নি।
ধরনায় বসা মিঠুন সাহার স্ত্রী বলেন, আমার কাছে কোর্টের অর্ডার আছে। এদিন পুলিশ নিয়ে এসেও শ্বশুর বাড়িতে ঢুকতে চাই। কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই ধরনায় বসেছি। আমি স্বামীর সাথে সংসার করতে চাই। যতক্ষণ না আমাকে মেনে নিচ্ছে ততক্ষণ ধরনা চালিয়ে যাব। পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোজ সাহা বলেন, এক মহিলা ধরনায় বসেছে শুনে তার সঙ্গে গিয়ে কথা বলেছি। বিষয়টি নিয়ে দুই পরিবারের সঙ্গেই আলোচনা করে সমাধান বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : দুর্গম বক্সা পাহাড়ে কৃষকদের উৎসাহিত করলেন কৃষি অধিকর্তা