SSC: আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ

80

কলকাতা: গ্রুপ ডি পদে নিয়োগে দুর্নীতি ইস্যুতে আরও চাপে পড়ল স্কুল সার্ভিস কমিশন। ভুয়ো নিয়োগের কারণে আগেই ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। সমস্ত নিয়োগই ভুয়ো বলে অভিযোগ উঠেছে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নিক এসএসসি।