নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সমস্ত সহ নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড গড়েছেন। পাশাপাশি মহিলা এবং পুরুষদের মধ্যে বৈষম্য দূরীকরণের জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
On the occasion of International Women's Day, greetings and best wishes to all fellow citizens. Women in our country are setting new records and achievements in various fields. Let us collectively resolve to promote gender justice and eliminate inequality between women and men.
— President of India (@rashtrapatibhvn) March 8, 2021
প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সাফল্য নিয়ে দেশ গর্বিত। দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন সম্প্রসারিত করতে কাজ সরকারের কাছে সম্মানের বিষয়।
Saluting our indomitable #NariShakti on International Women's Day! India takes pride in the many accomplishments of the women of our nation. It is our Government’s honour to be getting the opportunity to work towards furthering women empowerment across a wide range of sectors.
— Narendra Modi (@narendramodi) March 8, 2021
পাশাপাশি এদিন আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচার করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদে শামিল হবেন তিনি।