উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী দে’র(Pallavi Dey) ঝুলন্ত দেহ। তারপর থেকেই তাঁর মৃত্যুকে ঘিরে ক্রমশ জল্পনা শুরু হয়। অভিনেত্রীর পরিবারের দাবি, তাঁদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। এটা খুন। ঘটনায় পল্লবীর লিভ-ইন সঙ্গীকে জেরা করা শুরু করেছে পুলিশ। যদিও ময়ন্তদন্তের রিপোর্টে এটি আত্মহত্যা বলেই জানানো হয়েছে। পাশাপাশি শরীরে কোনও ক্ষত চিহ্নও নেই।
জেরার মুখে পড়ে অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী জানায়, কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন পল্লবী। শনিবার রাতে কথা কাটাকাটি হয়েছিল। রবিবার সিগারেট খেতে বাইরে গিয়েছিল ওই যুবক। ফিরে পল্লবীর দরজা বন্ধ থাকতে দেখেন। এরপর কেয়ারটেকার দিয়ে দরজা খোলা হলে অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতেব পায়। তারপরই থানায় খবর দেয় প্রেমিক। তবে সাগ্নিক ও পল্লবীর মধ্যে ঠিক কী নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।