নয়াদিল্লি: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Indian Cricket Board)। ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে এবার হবে আইপিএল। শুরু হয়েছে টিকিট বিক্রি।
বুধবার বিসিসিআই (BCCI) জানিয়েছে, এবার টুর্নামেন্টে মাঠে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে গ্যালারিতে বসতে পারবেন দর্শকরা। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার দশটি দল মোট ৭৪টি ম্যাচ খেলবে। জানা গিয়েছে, মুম্বই এবং পুনে মিলিয়ে মোট চারটি ভেন্যুতে হবে আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল ২৯ মে।