উত্তরবঙ্গ সংবাদ স্পোর্টস ডেস্ক: অভিষেকেই বাজিমাত, রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। রবিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে রয়্যালস। যশস্বী জয়সওয়াল (২২), চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা বাটলার (৩৯) ভালোই শুরু করেছিলেন। কিন্তু তাঁরা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ইনিংস। রিয়ান পরাগ (১৫) ও ট্রেন্ট বোল্ট (১১)-দের দৌলতে ১৩০-এ পৌঁছোয় রাজস্থানের ইনিংস। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইটান্সের। এদিন বাংলার বহু ক্রিকেটপ্রেমীর নজর ছিল ঋদ্ধিমান সাহার দিকে। কিন্তু ফাইনালে হতাশ করেন তিনি। ৭ বলে ৫ রান করে ফিরে যান। প্রষিধ কৃষ্ণার বলে বোল্ড হন শিলিগুড়ির পাপালি। তার অল্প সময় পর ফিরে যান ম্যাথ্যু ওয়েডও (৮)। সেই সময় রীতিমতো চাপে টাইটান্স। এরপর ইনিংসের হাল ধরেন হার্দিক ও শুভমান গিল। গুজরাট অধিনায়ক (৩৪) রান করেন। ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় টাইটান্স। শুভমান (৪৫) ও ডেভিড মিলার (৩২) রানে অপরাজিত থাকেন। তাঁরা টাইটান্সকে ম্যাচ ও শিরোপা জিতিয়ে মাঠ ছাড়েন।
বন্দরনগরীতে স্বস্তির জয়ে লড়াইয়ে থাকল ভারত
ভারত : ১৭৯/৫ (২০ ওভার) দক্ষিণ আফ্রিকা : ১৩১ (১৯.১ ওভার) বিশাখাপত্তনম : তারুণ্যের তেজে স্বস্তির জয়। বন্দরনগরীতে দক্ষিণ আফ্রিকাকে...
Read more