মুম্বই: আইপিএলে(IPL) শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক ঋষভ পন্থের। অভিযোগ, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাথা গরম করে তিনি বিধিভঙ্গ করেছিলেন। শনিবার একটি অফিশিয়াল বিবৃতিতে একথা জানানো হয়েছে।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার কোড অব কন্ডাক্টের ২.৭ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন পন্থ। নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। তাই তাঁকে জরিমানা করা হয়। পাশাপাশি প্রবীণ ২.২ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ও এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে। ২.৮ ধারায় লেভেল ২ অপরাধ করেছেন দিল্লির আর এক ক্রিকেটার শার্দুল ঠাকুরও। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চলার সময় কোমরের উপরে আসা একটা ফুলটস ডেলিভারিতে ‘নো-বল’ দেননি মাঠে উপস্থিত আম্পায়ার। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ঋষভ। মাঠে উপস্থিত দুই ব্যাটারকে ইশারায় বুঝিয়ে দেন আম্পায়ার এমন সিদ্ধান্ত গ্রহণ করলে আর খেলার দরকার নেই।
আরও পড়ুন : IPL 2022: বাটলারের তৃতীয় সেঞ্চুরিতে লিগ শীর্ষে রাজস্থান