তেহরান: ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। হিজাববিরোধী প্রতিবাদ (Anti-Hijab Protest) আন্দোলনে ফের মৃত্যু হল ৩ জনের। এনিয়ে ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে। জানা গিয়েছে, শুধু প্রতিবাদ মিছিল নয়, নিশানা করা হচ্ছে প্রতিবাদীদের পরিবারকেও। চরম দমনপীড়নের পথে হাঁটছে খোমেইনি সরকার।
প্রতিবাদীর মৃত্যুতে শনিবার শোকসভার আয়োজন করা হয়। সূত্রের খবর, সেই জমায়েতে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ইরানিয়ান রেভোলিউশনারি গার্ডের সদস্যরা। এদিকে ইরানের মানবাধিকার সংগঠনের তরফে দাবি করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানে ৩৭৮ জন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন শিশুও রয়েছে।
আরও পড়ুন : ইরানে হিজাব বিরোধী আন্দোলনে বন্দুকবাজের হামলায় মৃত দুই শিশু সহ ৯