ফরাক্কা: ইদের আগে রাজ্য সরকার ন্যায্যমূল্যে ছোলা, ময়দা, সরষের তেল, চিনি সহ বিভিন্ন র্যাশনিং সামগ্রী দেওয়ার ব্যবস্থা করলেও ফরাক্কায় ডিলাররা তা গ্রাহকদের ঠিকমতো বণ্টন করছেন না। প্রতিবাদে বৃহস্পতিবার ফরাক্কার বিডিওর সঙ্গে সাক্ষাৎ করল সিপিএম লোকাল কমিটির ফরাক্কা শাখা। সিপিএম নেতা দিলীপ মিশ্র বলেন, ‘অব্যবস্থার কথা বলা হয়েছে বিডিওকে। র্যাশন ডিলার ন্যায্য পরিমাণ সামগ্রী দিচ্ছেন না গ্রাহকদের।
ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ জানান, র্যাশন দোকান পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে পর্যাপ্ত সামগ্রী স্টকে রয়েছে। যাদের কার্ড রয়েছে তারা কার্ডে নির্দিষ্ট রেশন সামগ্রী পাবেন। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ‘অনেকের আধার লিঙ্ক নেই, সেক্ষেত্রে বাংলা সহায়তা কেন্দ্র কিংবা র্যাশন দোকানে গিয়ে সংযোগ করিয়ে নিলে নির্দিষ্ট পরিমাণ সামগ্রী পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্কিমে গ্রাহকদের জন্য যে সমস্ত সামগ্রী র্যাশনে বরাদ্দ করে থাকেন সেগুলো যাতে গ্রাহকরা ঠিক মতো পান সেই বিষয়েও ডিলারদের বলে দেওয়া হয়।’
আরও পড়ুন : সল্টলেকে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি