মুম্বই, ১ জুলাইঃ লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে (এলআইএফএফ) বলিউডের জয়জয়কার। এবছর আইকন অ্যাওয়ার্ড জিতে নিলেন অভিনেতা ইরফান খান ও মনোজ বাজপেয়ী। এবছর এলআইএফএফ-এ ইরফানের অভিনিত দুটি ছবি (ডুব ও সং অফ স্কর্পিয়ানস) মনোনীত হয়েছিল। এছাড়াও মনোজ বাজপেয়ীর ‘গেলি গুলাইয়া’ ও ‘লভ সনিয়া’ ছবি দুটিও মোনোনীত হয়েছিল ওই ফিল্ম ফেস্টিভ্যালে। আইকন অ্যাওয়ার্ডের নাম ঘোষণার পর মনোজ জানান, ‘ঐতিহ্যবাহী এই ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবি মনোনীত হয়েছে এটাই অনেক বড়ো ব্যাপার।’ ইরফানের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রসঙ্গত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনেই রয়েছেন তিনি।
- Advertisement -