চালসা: রাজ্যের নদীভাঙন রোধে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নিচ্ছে না। এখানকার বিজেপির সাংসদ ও বিধায়করা নদীভাঙন রোধে কেন্দ্র সরকারকে চিঠি দিচ্ছে না। তাঁরা শুধু মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে। শনিবার মেটেলি ব্লকে দুটি সেচ দপ্তরের কাজের উদ্বোধন করতে এসে এই কথা বললেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার তার সীমিত ক্ষমতায় মধ্যে নদীভাঙন রোধে যথেষ্ট কাজ করছে। কেন্দ্র সরকারকেও এ বিষয়ে উদ্যোগী হতে হবে।‘
এদিন মন্ত্রী প্রথমে যান বাতাবাড়ি খরপাড়া এলাকায়। সেখানে ১৪ লক্ষ ৬০ হাজার ৮২ টাকা ব্যয়ে সেচ নালা, কিলকোট ইনডং ঝোরার ৬২ লক্ষ ৫২ হাজার ৩২৬ টাকা ব্যয়ে সেচ নালার সংস্কারের কাজের উদ্বোধন করেন। মন্ত্ৰী জানান, এই নানা সংস্কারের ফলে বহু কৃষক উপকৃত হবে। তাঁরা এই নালা থেকে জল নিয়ে চাষাবাস করতে পারবে। কৃষি কাজের মাধ্যমে কৃষকরা যাতে আর্থিকভাবে উন্নতি করতে পারে তার জন্যই এই উদ্যোগ। এদিন মন্ত্রীর সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিল।
আরও পড়ুন: নেশা করতে গিয়ে ধরা পড়ল চোর, গনপিটুনি খেয়ে ফিরিয়ে দিল চুরি করা সামগ্রী