ডিজিটাল ডেস্ক : বলিউডের অন্যতম অভিনেত্রী করিশ্মা কাপুর দীর্ঘদিন যাবৎ দুই সন্তানকে সাথে নিয়ে আলাদা থাকেন। বর্তমানে ব্যাপক জল্পনা শুরু হয়েছে বি-টাউনে করিশ্মা কাপুরের বিয়ে নিয়ে। প্রসঙ্গত, সম্প্রতি কাপুর পরিবারের ছেলে রণবীরের সাথে আলিয়া ভাটের বিয়ে হয়ে গেল। এবং সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিবারের অন্যান্যদের সঙ্গে করিশ্মা কাপুরও। পাঞ্জাবি রীতি অনুযায়ী জানা যাচ্ছে, করিশ্মা কাপুরের গায়েই পড়েছে কনে আলিয়ার হাতের কলিরা। আর সেই ছবি প্রকাশ্যে এনেছেন করিশ্মা কাপুর নিজেই। আর তাই নিয়েই শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। প্রচলিত কথা হল, কলিরা যার গায়ে পড়ে, তাঁর শীঘ্রই বিয়ে হয়ে যায়। তবে এই গুঞ্জন আদৌ বাস্তবে রূপায়িত হবে কিনা, সে কথা সময়ই বলবে।
আরও পড়ুন : মুক্তি পেল রণবীর সিং এর নতুন ছবির পোস্টার, ব্যাপক জল্পনা