ডিজিটাল ডেস্ক : শ্রীলংকার অর্থনৈতিক সংকট এই মুহুর্তে চরমে। এবং এই অর্থনৈতিক সংকটের পাশাপাশি শ্রীলংকায় চলছে রাজনৈতিক সংকটও। যত সময় যাচ্ছে, ততই শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ইস্তফা দাবি জোরদার হচ্ছিল। প্রসঙ্গত, আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার অর্থাৎ ৫২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করার কথা শ্রীলঙ্কার। অন্যদিকে শ্রীলঙ্কায় ক্রমশ মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তো বটেই, জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতন একাধিক পণ্যের দাম রীতিমতো ধরাছোঁয়ার বাইরে। মাসের-পর-মাস এই অবস্থায় থেকে সাধারণ জনগণ হয়ে উঠেছে মরিয়া। শুরু হয়েছে সেখানে সরকার বিরোধী আন্দোলন। আর এরই মধ্যে এবার শোনা যাচ্ছে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। শ্রীলংকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে। পরিস্থিতির উপর কড়া নজর থাকছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : প্রথমবার সামনে এল নিক-প্রিয়াঙ্কার কন্যা সন্তানের ছবি