নিউজ ব্যুরো: বিসিসিআই সভাপতির পদ থেকে কি ইস্তফা দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? বুধবার বিকেলে মহারাজের করা একটি টুইট ঘিরে এই জল্পনা জোরদার হয়েছে। তবে বোর্ড সচিব জয় শা স্পষ্ট জানিয়েছেন, সৌরভ সভাপতির পদ থেকে ইস্তফা দেননি।
টালমাটাল পরিস্থিতিতে বোর্ডের হাল ধরে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক বছর ধরে তিনি সভাপতির পদে রয়েছেন। সুদক্ষ প্রশাসক হিসেবে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই বেশ কিছু বিতর্কতেও জড়িয়েছেন। বিরাট কোহলির অধিনায়কত্ব হারানো, ঋদ্ধিমান সাহার টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে বিতর্কে নাম জড়িয়েছিল সৌরভের। যদিও মহারাজ নিজে বিষয়গুলি নিয়ে মুখ খোলেননি। বরাবরই তিনি বাপি বাড়ি যা’র ঢংয়ে বিতর্ককে মাঠের বাইরে পাঠিয়েছেন। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সৌরভ রাজনীতিতে নামতে পারেন বলে শোনা যাচ্ছিল। যদিও তা হয়নি। সম্প্রতি কলকাতায় এসে সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নৈশভোজ সারেন। তারপর ফের জল্পনা ছড়ায় সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন। এবারও নীরব ছিলেন তিনি। তবে বুধবার বিকেলে সৌরভের করা টুইটে অন্য গন্ধ পাচ্ছেন তাঁর ভক্তরা। টুইটে সৌরভ লিখেছেন, ‘আমি এমন কিছু করার পরিকল্পনা করছি যা বহু মানুষকে সাহায্য করবে।‘ তাঁর এমন টুইটে জল্পনা ছড়ায় সৌরভ কি এবার তাহলে বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির আঙিনায় পা রাখছেন। যদিও জয় শা স্পষ্ট জানিয়েছেন, সৌরভ ইস্তফা দেননি।
আরও পড়ুন : বিমানবন্দর নয়, রবীন্দ্রসদনে গান স্যালুটে কেকে’কে চিরবিদায়