ডিজিটাল ডেস্ক : বলিউড অভিনেতাদের মধ্যে কে কত টাকা রোজগার করছে, সাধারণত তার ওপরই ভিত্তি করে জনপ্রিয়তার পরিমাপ করা হয়। সূত্রের খবর, বলিউডে রোজগারের নিরিখে কিন্তু খান সাম্রাজ্যকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস(Prabhas)। শোনা যায়, বাহুবলীতে চোখ ধাঁধানো সাফল্যের পর প্রভাস নাকি ১৫০ কোটি টাকা ছাড়া কোনো ছবিতে কাজ করেন না। প্রভাসের সাথে টক্কর দিতে পারেন বলিউডে একমাত্র অক্ষয় কুমার(Akshay Kumar)। কারণ তিনিও দেড়শ কোটির কাছাকাছি না পেলে নাকি ছবি করতে রাজি হন না। অন্যদিকে কিন্তু অনেকটাই পিছিয়ে শাহরুখ খান(ShahRukh Khan)। জানা যাচ্ছে, ১০০ কোটি তাঁর পারিশ্রমিক। পাশাপাশি বলিউডের আর এক খান অর্থাৎ সলমন খানের রোজগার প্রতি ছবি পিছু ১২৫ কোটি টাকা। খুব স্বাভাবিকভাবেই সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, রোজগারের এই পরিমাপের নিরিখে সারা দেশে সবথেকে দামী অভিনেতা বর্তমানে প্রভাস।
আবার একসঙ্গে ‘থ্রি ইডিয়টস’, ফিরল ২০০৯-এর ব্লকবাস্টারের স্মৃতি
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বছর পর ক্যামেরার সামনে ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। ২০০৯ সালে রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়টস’...
Read more