ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক ক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তীব্রতর হচ্ছে। পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রয়োগের আশঙ্কায় সবাই। কার্যত রাশিয়ার তরফ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, যদি দেশের অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হয় কিংবা হুমকির মুখে পড়ে তাহলে তাঁরা পারমাণবিক বোমা প্রয়োগ করতে কোনোভাবেই পিছপা হবে না। কার্যত বুধবার ক্রেমলিনের এক মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করতে পারমাণবিক অস্ত্র কি কি ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে তার একটি ধারণা আছে এবং তা সর্বজনীন। অন্যদিকে রাশিয়ার মুখপাত্রের এই বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কারবি। তাঁর মতে, মস্কোর বক্তব্য অত্যন্ত বিপজ্জনক। কার্যত কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট নিউক্লিয়ার ড্রিলের নির্দেশ দেন। তারপর থেকেই পারমাণবিক হামলার সম্ভাবনা প্রবল হয়েছে। ইতিমধ্যে পারমাণবিক হানা নিয়ে আন্তর্জাতিক স্তরেও শুরু হয়ে গিয়েছে ব্যাপক চাপান-উতোর।
আরও পড়ুন : লাগাতার চলছে গোলাবর্ষণ, ইউক্রেনে নিহত ৯২৫