উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যাবিধ্বস্ত বাংলাদেশের(Bangladesh) সিলেট(Sylhet) সহ একাধিক জায়গা। কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া। জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর-বাড়ি। বহু মানুষের মৃত্যুর খবর ইতিমধ্যেই সামনে এসেছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে এল সিলেটের ইসকন মন্দির কর্তৃপক্ষ। খাবার, ওষুধ, পানীয় জল সহ ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ইসকন মন্দিরের(Iskon temple) আবাসিকরা। বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন তাঁরা।
প্রসঙ্গত, বানভাসী বাংলাদেশের সিলেট। ভয়াবহ বন্যায় এখনও ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেক মানুষ। বন্যায় ঘড়ছাড়া হয়েছেন প্রায় ৯০ লক্ষ মানুষ। বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজে নেমেছেন বাংলাদেশের সেনাবাহিনী। আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে বাংলাদেশ প্রশাসন। বিধ্বস্ত এলাকাগুলিতে ত্রান পৌঁছে দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সিলেটের ২৫টি এলাকা ভয়ানক প্লাবিত হয়েছে। খাবার, পানীয় জল যোগান পর্যাপ্ত নেই। বন্ধ ইন্টানেট পরিষেবা। কয়েক লক্ষ মানুষ জলবন্দি রয়েছে।