ডিজিটাল ডেস্ক : আগামীকাল হতে চলেছে রথযাত্রা উৎসব। গত দু’বছর করোনার কারণে সেভাবে সমারোহের সাথে রথযাত্রা পালিত হয়নি কোথাও। কিন্তু এবার পরিস্থিতি একটু ভালো। তাই মহাসমারোহে ইসকনের(iskcon) রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এরপর ইসকনের রথ হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেন্সি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গী, এক্সাইড, জহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে রথ ব্রিগেড যাবে। উল্টোরথ অর্থাৎ আগামী ৯ জুলাই পর্যন্ত সেখানে রথ রাখা থাকবে। রথযাত্রা উপলক্ষে আট দিন ধরে ব্রিগেডে চলবে মেলা। গতবছর ইসকন রথযাত্রার ৫০ তম বর্ষ ছিল। কিন্তু করোনার কারণে ৫০ বছর উদযাপন করা যায়নি, তাই এবার ধুমধাম করে রথযাত্রা পালন হতে চলেছে ইসকনের। শুধু কলকাতার ইসকন নয়, মায়াপুরের ইসকনেও ধুমধাম সহ রথযাত্রা পালন করার প্রস্তুতি চলছে। আগামীকাল ইসকনের রথযাত্রা ঘিরে ভক্তদের উৎসাহ যে চোখে পড়ার মতো হবে, তা বলাইবাহুল্য।
সারা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোথায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান?
ডিজিটাল ডেস্ক : রাজ্যের অন্যতম বড় বিশ্ববিদ্যালয় হল কলকাতা(Kolkata) বিশ্ববিদ্যালয়। এবার সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে আরও একটি নতুন পালক। জানা...
Read more