বেঙ্গালুরু: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) করোনা ভাইরাস সংক্রমণের কারণে রকেট এবং স্যাটেলাইট উৎক্ষেপনের কাজ স্থগিত রেখেছে৷ তার মানে এই নয় যে, ভারতের মহাকাশ বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসে রয়েছেন৷ বরং তাঁরা আগামী মিশনের প্রস্তুতি নিচ্ছেন৷ দেশের মহাকাশ বিজ্ঞানীদের কেউ কেউ ঘরে বসেই কাজ করছেন৷ আবার কেউ কেউ তাদের নিজস্ব সেন্টারে কাজ করে চলেছেন৷ এরই মধ্যে জানা গেল, ইসরোর দু’টি সেন্টার মারণ করোনা ভাইরাসের প্রকোপ দূর করতে স্যানিটাইজার এবং ভেন্টিলেটর তৈরির কাজ করছেন৷
বিক্রম সারাভাই স্পেস সেন্টারের (ভিএসএসসি) ডিরেক্টর তথা দেশের বিশিষ্ট বিজ্ঞানী এস সোমনাথ কয়েকদিন আগেই স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তারা এই সেন্টারে স্যানিটাইজার এবং ভেন্টিলেটর তৈরি করছেন৷ পাশাপাশি তারা সেসব বিতরণও করছে৷
প্রসঙ্গত, বিক্রম সারাভাই স্পেস সেন্টার রকেট তৈরির ক্ষেত্রে মহারথ বলে গণ্য করা হয়৷ এখান থেকে তৈরি রকেট শ্রীহরিকোট থেকে উৎক্ষেপণ করা হয়৷ করোনা মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন সংস্থার কাজ থেকে সাহায্য চেয়েছে৷ তাদের আবেদনে সাড়া দিয়েই স্যানিটাইজার এবং ভেন্টিলেটর তৈরির কাজে হাত দিয়েছে ইসরো৷
সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ রকেট এবং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়৷ করোনা মোকাবিলায় তাদেরও ময়দানে নেমে পড়েছেন৷ এই সেন্টার থেকে বিশাল পরিমাণে স্যানিটাইজার তৈরি করা হচ্ছে৷
স্যানিটাইজার বাজারে ছাড়ার আগে ইসরো তার সমস্ত কর্মীদের এটি ব্যবহার করতে দিয়েছে৷ তারপরই দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়েছে৷ যাতে বাজারে চাহিদা পূরণ করা যায়৷ শুধু তাই নয়, ইসরোর কয়েকটি সেন্টার মাস্কও তৈরি করেছে৷ ভিএসসসি এমন একটি ভেন্টিলেটর তৈরি করেছে যা বিদ্যুৎ না থাকলেও কাজ করবে৷ ভিএসএসসি’র ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেনন, এখনও পর্যন্ত তারা ১৫০০ লিটারের বেশি স্যানিটাইজার তৈরি করেছে৷