কলকাতা: শুধুমাত্র খাদ্য সচিবকে সরিয়ে দুঃস্থ মানুষদের সঠিকভাবে খাদ্য সরবরাহ করা সম্ভব নয়। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তিনি বলেন, ঠিকমতো খাদ্যশস্য বন্টন হচ্ছে কিনা তার সঠিক তদারকির প্রয়োজন আছে। আর সেই বন্টন নিয়ে দলীয় ভেদাভেদ ভুলে সমস্ত মানুষকে সমানভাবে, সমান চোখে দেখার প্রয়োজন আছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, র্যাশনে খাদ্যসামগ্রী বন্টন নিয়ে শাসক দলের নেতা ও কর্মীদের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। আর তা না হলে পুরোপুরি ভেঙে পড়বে র্যাশনে ব্যবস্থা।
আরও পড়ুন: কোচবিহারে ৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ
শুধু তাই নয় র্যাশনে খাদ্যসামগ্রী সঠিকভাবে বন্টনের কাজ সম্পন্ন হচ্ছে কিনা তাও নিরপেক্ষভাবে দেখভালের প্রয়োজন। তার জন্য পুলিশ ও সরকারি আধিকারিকদের দল মত নির্বিশেষে সমানভাবে দেখার নির্দেশ দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।