দেশশিরোনামবান্দিপোরায় গুলির লড়াইয়ে খতম ৪ জঙ্গিBy Digital Webdesk - June 18, 2018164শ্রীনগর, ১৮ জুনঃ বান্দিপোরায় ৪ জঙ্গিকে খতম করলে নিরাপত্তাবাহিনী। সোমবার সকালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, গতকাল সন্দেহভাজন জঙ্গিরা কুলগাম জেলায় এক ব্যক্তিকে গুলি করে খুন করে।