শ্রীনগর: বিশ্বজুড়ে একদিকে চলছে করোনার সঙ্গে লড়াই। এরই মধ্যেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াইয়ের ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে।
সেনা সূত্রে খবর, মঙ্গলবার উপত্যকার সোপিয়ান জেলার মলহুরায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তিন জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। সমস্ত এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত, করোনার আবহে এমনিতেই আতঙ্কিত গোটা বিশ্ব। অদৃশ্য এক শত্রুর সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৪। মৃতের সংখ্যা ৬৪০।