ডিজিটাল ডেস্ক: বিজেপির সামনে এখন লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে নজর দিয়ে সমস্ত রাজ্যে বিজেপি প্রচার চালাতে শুরু করে দিয়েছে। সেই সূত্রে এই প্রথমবার কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা দুদিনের সফরে এলেন উড়িষ্যায়। শুক্রবার সকালে কেন্দ্রীয় বিজেপি সভাপতি যাবেন শ্রী জগন্নাথ মন্দির দর্শনে। উড়িষ্যা সফরে কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা জেপি নাড্ডা এবং ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যা সফরে আসেন। কার্যত কেন্দ্রীয় বিজেপি সভাপতিকে উড়িষ্যা সফরে ব্যাপকভাবে স্বাগত জানায় বিজেপি কর্মীরা। দুদিনের সফরের প্রথম দিনে আজ কেন্দ্রীয় বিজেপি সভাপতি ভদ্রক এবং কটক যাবেন। এদিন জেপি নাড্ডা প্রয়াত বিজেপি নেতা বিষ্ণু শেঠির পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁকে শ্রদ্ধা জানাবেন। উড়িষ্যার এই বিজেপি নেতা গত ১৯শে সেপ্টেম্বর ৬১ বছর বয়সেই মারা গিয়েছেন। এরপর জেপি নাড্ডা কটকের স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। পাশাপাশি দুদিনের সফরে জেপি নাড্ডা ওড়িশার সাংসদ, বিধায়ক এবং উড়িষ্যার বিজেপি সভাপতির সঙ্গে দেখা করবেন। জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় প্রকল্পের উপকারিতা কতটা পেয়েছে উড়িষ্যা। সফরের দ্বিতীয় দিন জেপি নাড্ডা উড়িষ্যা বিজেপির কোর কমিটি মেম্বারদের সঙ্গে একটি বৈঠক করতে চলেছেন। একই সাথে এই দুদিনের সফরে জেপি নাড্ডা উড়িষ্যার আরএসএস প্রধানের সঙ্গেও দেখা করবেন। কার্যত জেপি নাড্ডার এই উড়িষ্যা সফর কতটা সফল হয় সেদিকে নজর থাকছে বিশেষজ্ঞদের।