উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে পৌঁছোলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রীকে দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। দিল্লির দপ্তরেই এই মামলার যাবতীয় কার্যক্রম চলছে। নিজের গাড়িতেই বুধবার ইডির দপ্তরে পৌঁছোন জ্যাকলিন। যদিও এ বিষয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে কোনও মন্তব্যই করেননি তিনি।
প্রসঙ্গত, রবিবার দেশ ত্যাগ করার সময় বিমানবন্দরে অভিনেত্রীকে আটকায় ইডি।তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল।তারপরেই দপ্তরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।