ডিজিটাল ডেস্ক : রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার একটা সময় কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন নিয়মিত। কিন্তু হঠাৎ করেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়। শুরু হয় ব্যাপক গুঞ্জন গেরুয়া শিবিরে। এই নিয়ে অবশ্য জগন্নাথ সরকার নিজে কোনো বিতর্ক তৈরি করেননি। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে জগন্নাথ সরকারের গাড়ির লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদকে কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়। যদিও এই ঘটনার পর রাজ্য সরকার বিজেপি সাংসদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। কিন্তু এবার দেখা গেলো, সব দিক বিবেচনা করে আরও একবার ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হল সাংসদকে। তবে কেন্দ্রের নিরাপত্তা পেলেও রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি কিন্তু কেন্দ্রের পাশাপাশি রাজ্যকেও ধন্যবাদ দিয়েছেন। জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন : হিজাব প্রসঙ্গে কড়া কর্ণাটক সরকার