ডিজিটাল ডেস্ক : উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে জগদীপ ধনকরকে (Jagdeep Dhankar) যে বেছে নেওয়া হয়েছে, তা এখন আর কারোর অজানা নেই। আজকে এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী জগদীদ ধনকর মনোনয়ন জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে উপরাষ্ট্রপতি পদে ধনকরের বিরুদ্ধে বিরোধীদের প্রার্থী হচ্ছেন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী ৬ই আগস্ট। আগামীকাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বর্তমান উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর কার্য মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ ই আগস্ট। খুব শীঘ্রই জগদীপ ধনকর সমস্ত দলের সাংসদদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করবেন। আজকে রাষ্ট্রপতি নির্বাচন মেটার পর এবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতে যে ব্যাপক তোরজোড় শুরু হতে চলেছে তা বলাই বাহুল্য।
‘মোদি কোয়েশ্চন’ নিয়ে কৌশলী বিরোধী শিবির
প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ সোমবার কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকেই বিরোধী শিবির দাবি তুলেছে বিবিসি নির্মিত বিতর্কিত তথ্যচিত্র 'দ্য মোদি কোয়েশ্চন' নিয়ে...
Read more