শ্রীনগর:ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। রবিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের এক জঙ্গি।
সূত্রের খবর, আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এরপর সেনা ও পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নামে। সেই সময়ই আচমকা সেনাবাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় সেনাবাহিনীও। শেষ পর্যন্ত সেনার গুলিতে খতম হয় এক জইশ জেহাদি। জানা গিয়েছে, নিহত জঙ্গির নাম সমীর আহমেদ। সে অবন্তিপোরায় থাকত। এখনও ওই এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে বলে অনুমান পুলিশের। সেইজন্য গোটা এলাকায় তল্লাশি অভিযান জারি আছে।