নয়াদিল্লি: তাসখন্দে কি ভারত-পাকিস্তানের মধ্যে কথা হবে? এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান (pakistan) সরকারের একটি সূত্রে বলছে, জুলাইয়ের শেষ সপ্তাহে তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মধ্যে একটি বৈঠক হতে পারে। ২৭-২৮ জুলাই এই বৈঠক হওয়ার সম্ভাবনা। বৈঠকে কাশ্মীর ইস্যু, সন্ত্রাসবাদ দমন সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। যদিও এখনও পর্যন্ত নয়াদিল্লির তরফে জয়শঙ্কর-ভুট্টো বৈঠক সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ Boris Johnson | দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদত্যাগে চাপে বরিস জনসনের সরকার