নয়াদিল্লি: বুধবার ৪২ পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই ইস্যুতে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্লাদিমির পুতিন সরকারের সমালোচনা করলেও আন্তর্জাতিক মঞ্চে ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এমন পরিস্থিতিতে বুধবার যুদ্ধ নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেছেন, ‘ভারত শুধুমাত্র শান্তির পক্ষে। যত দ্রুত সম্ভব হিংসা বন্ধ হোক।’ বিদেশমন্ত্রী আরও বলেন, ‘দ্রুত যাতে হিংসা বন্ধ হয়, সেজন্য ভারত কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়ার মধ্যে আলোচনার পক্ষে সওয়াল করেছি আমরা।’ উল্লেখ্য, এদিনই রাষ্ট্রসংঘে ইউক্রেনের বুচা শহরের গণহত্যার তীব্র নিন্দা করেছে ভারত।
দশে দশ | 11.08.2022
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more