হলদিবাড়ি ৪ নভেম্বরঃ ভাঙা সেতু পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সোমবার বিকেলে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তর সংলগ্ন এলাকার পূর্ত দপ্তরের অধীন বুড়িতিস্তা নদীর ওপর ভাঙা সেতুর পরিস্থিতি স্বচক্ষে দেখতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক বঙ্কিমচন্দ্র রায়, দক্ষিণ মন্ডলের সাধারণ সম্পাদক অলোক রায়, দক্ষিণ মন্ডলের সম্পাদক অপূর্ব রায় ও অরুন সাহা সহ আরও অনেকে। খবর পেয়ে সেখানে যান হলদিবাড়ি পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রীতম দাস, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রবীন্দ্র সিং। এদিন সাংসদ পূর্ত দপ্তরের আধিকারিকদের দ্রুত ডাইভারসন নির্মাণ ও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা বলেন।
- Advertisement -