মেটেলি, ৫ মার্চঃ জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে উরস উৎসবে পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হল। আগামী ৬ ও ৭ মার্চ দক্ষিণ ধূপঝোরায় অনুষ্ঠিত বার্ষিক উরস উৎসব উপলক্ষ্যে বহু মানুষের সমাগম হয়। উরস উৎসবে যাতে পানীয় জলের সমস্যা না হয় তার জন্য বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে নলকূপ বসানোর কাজ শুরু করা হয়েছে। এদিন জেলা পরিষদ সদস্যা সীমা সরকার নলকূপ বসানোর কাজ পরিদর্শন করেন। পানীয় জল প্রকল্পের জন্য উরস কমিটির তরফে জেলা পরিষদ সদস্যাকে ধন্যবাদ জানানো হয়েছে।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more