কলকাতা: কথায় বলে ‘বেটার লেট দ্যান নেভার।’ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর জন্য একথা বলাই যায়। জামাইষষ্ঠী কেটে গিয়েছে বেশ কিছুদিন হল। প্রাক্তন জাতীয় ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যর তারকা জামাই সুনীল ছেত্রীর (Sunil Chetri) জামাইষষ্ঠী পালন হবে না তা কি আর হয়। তাই দেরিতে হলেও সুনীলকে জামাই আদরে আপ্যায়ন করলেন সুব্রত। সুব্রত ভট্টাচার্যের মেয়েকে ২০১৭ সালে বিয়ে করেন সুনীল ছেত্রী। তারপর থেকে জামাইষষ্ঠী পালন হলেও এবারেরটা অনেকটাই আলাদা।
সম্প্রতি দেশকে এশিয়ান কাপের মূল পর্বে তুলেছেন সুনীল। দারুণ খেলেছেন তিনি নিজেও। চারটি গোল করেছেন কলকাতা গ্রুপ পর্যায়ের ম্যাচে। আফগানিস্তান ম্যাচে তাঁর দুরন্ত ফ্রি কিক সকলের মন ভরিয়ে দিয়েছে। খেলার চাপে সময়মতো জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে উপস্থিত থাকতে পারেননি সুনীল। কিন্তু সেই আক্ষেপ এদিন কড়ায় গন্ডায় পুষিয়ে দিয়েছেন শ্বশুর সুব্রত ভট্টাচার্য।
এদিন পা ধুইয়ে কপালে মঙ্গলদীপ ঠেকিয়ে সুনীলকে বরণ করে নেন শ্বাশুড়ি। জামাইকে আশীর্বাদ করেন সুব্রত। এরপরই জামাইয়ের সামনে সাজিয়ে দেওয়া হয় নানা পদ। তার মধ্যে ছিল, কাতলা মাছের মাথা, রুই মাছের কালিয়া থেকে শুরু করে সুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, চিকেন কারি, সঙ্গে মিষ্টি দই, এমনকি রসগোল্লাও। সামনে থেকে জামাইয়ের খাওয়ার তদারকি করেন সুব্রত ভট্টাচার্য নিজেই। এমনিতে সুনীল ফিটনেস সচেতন হওয়ায় খাওয়ার ব্যপারে বেশ রক্ষণাত্মক। তবে তাতে কি। একটা দিনের জন্য যাবতীয় ফিটনেস মন্ত্র ভুলে সুনীলও কবজি ডুবিয়ে খেয়েছেন। সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন বাকিরাও।
আরও পড়ুন : সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে টুইট করে আলোচনায় সৌরভ