জামালদহ: গত এক বছর ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছেন মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের লাল স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা সোলেমান মিয়াঁ। অসুস্থতার জন্য কর্মক্ষমতাও হারিয়েছেন পেশায় কাঠ মিস্ত্রি সোলেমান। অর্থের অভাবে তেমন ভাবে চিকিৎসাও করাতে পারছেন না তিনি। এদিকে, অসহায় স্বামীকে ছেড়ে দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়ি চলে গিয়েছেন স্ত্রী। গাছ বিক্রি করে চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়েছিলেন সোলেমান। সেই টাকাও চুরি হয়ে গিয়েছে বলে তাঁর অভিযোগ। এমন সময় আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর মতোও কেউ নেই তাঁর। অভাবের সংসারে কীভাবে নিজের চিকিৎসা করাবেন, তা বুঝে উঠতে পারছেন না সোলেমান। অবশেষে নিজের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানালেন তিনি।
আরও পড়ুন : বেলেল্লাপনার দোসর বাউন্সার, অতিষ্ঠ হিমাঞ্চল বিহারের বাসিন্দারা