উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরকে চিনের অংশ হিসেবে দেখাল টুইটার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। টুইটারের এমন কাণ্ড কারখানায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিতর্ক। তবে টুইটার কর্তৃপক্ষের সাফাই, প্রযুক্তগত সমস্যার কারণে এটা হয়েছে। ২০১২ সালেও ঠিক একই ভুল করেছিল টুইটার। সেসময়ও জম্মু ও কাশ্মীরকে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। এখনও পর্যন্ত এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও মন্তব্য মেলেনি। তবে সূত্রের খবর, বারবার একই ভুলের জন্য টুইটার কর্তৃপক্ষের কাছে কৈফিয়ৎ তলব করা হতে পারে।
— Nitin A. Gokhale (@nitingokhale) October 18, 2020
তবে এমন একটা সময় টুইটার এই কাণ্ড ঘটাল যখন নিয়ন্ত্রণ রেখা ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। একদিকে, মাঝে মধ্যেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। অন্যদিকে, গালওয়ান সংঘর্ষের পর থেকে চিনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। ভারত-চিন দু’দেশের তরফেই লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রচুর সংখ্যক সেনা, সমরাস্ত্র, অ্যান্টি এয়ারক্র্যাফ্ট মিসাইল মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকবার বৈঠক হলেও বেরিয়ে আসেনি সমাধান সূত্র। ঠিক এরকম একটি মুহূর্তে টুইটারের দায়িত্ব জ্ঞানহীন আচরণ সমস্যা আরও বাড়াল।
So @Twitter has decided to reconfigure geography and declare Jammu & Kashmir as part of People's Republic of #China . If this is not a violation of #India laws, what is? Citizens of India have been punished for far less. But US Big Tech is above the law? @nitingokhale @rsprasad pic.twitter.com/euelMvCxTy
— Kanchan Gupta (@KanchanGupta) October 18, 2020