টোকিও: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত ছিলই। এবার নতুন সংযোজন হয়েছে ওমিক্রন। এই পরিস্থিতিতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল জাপানে। এমনটাই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
সম্প্রতি প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোটো, প্রধান মন্ত্রীপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। কোভিড রেসপন্স প্যানেল প্রধান শিগেরু ওমির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এরপর সীমান্ত বন্ধের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয় জাপান সরকারের তরফে।