টোকিও: ইউক্রেনের ওপর হামলার জের। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা চাপাল জাপান। রুশ সংস্থার ২৫ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। এছাড়াও, ৮১টি রাশিয়ান সংস্থায় রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে, ইউক্রেনেকে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশ। বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ব্যবসায়িক লেনদেন। যার ফলে টালমাটাল রাশিয়ার অর্থনীতি। নিষেধাজ্ঞার পরও নিজের অবস্থানে অনড় ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে যখন বিশ্বে কার্যত একঘরে করে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। যদিও ‘বন্ধু’ মস্কোর পাশে দাঁড়িয়েছে বেজিং।
আরও পড়ুন : চিনের দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স উদ্ধার