উত্তরবঙ্গ সংবাদ ডেস্ক: মহাকাশ থেকে ভিডিও তুলে টুইটারের শেয়ার করে চমকে দিলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। ১২ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন তিনি। সেই সময় মহাকাশ থেকে একটি আকর্ষণীয় টাইম-ল্যাপস ক্লিপ শেয়ার করেন। সেখানে পৃথিবী ও তার কক্ষপথকে স্পষ্টভাবে দেখা গেছে। এই কোটিপতি পোশাক ব্যবসায়ী গত সপ্তাহে তার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ইয়োজো হিরানো এবং রোসকসমসের মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিনের সঙ্গে সয়ুজ MS-20 মহাকাশযানে চড়ে মহাকাশে উড়ে যান। মহাকাশযানটি মহাকাশ স্টেশনে পৌঁছোনোর আগেই সেখানকার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য মহাকাশে যাওয়ার মুহুর্ত থেকে মায়েজাওয়া টুইটে একাধিক পোস্ট শেয়ার করেন। তবে তার তোলা টাইম ল্যাপস ভিডিওটি সবাইকে চমকে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে মহাকাশ স্টেশনটি ‘পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ’ সম্পূর্ণ প্রদক্ষিণ করে।
পাকিস্তানের একাধিক এমব্যাসির টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল ভারতে
ডিজিটাল ডেস্ক : নিয়মের ফাঁদে পড়ে একাধিক পাকিস্তানের(Pakistan) একাধিক টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়ে গেল ভারতে। প্রসঙ্গত, পাকিস্তানের দাবি, বিভিন্ন পাকিস্তানি...
Read more