Online Desk: ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলেমিটার দূরে রয়েছে। পুরী থেকে এর অবস্থান ৪৩০ কিলেমিটার দূরে। অন্ধ্র-ওডিশা উপকূলে পৌঁছোবে। কাল দুপুরে পুরীর কাছে পৌঁছোনোর কথা। তবে স্বস্তির খবর, পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে এই ঘূর্ণিঝড়। বাংলায় আসার আগেই এটি নিম্নচাপে পরিণত হবে। সুন্দরবনের ওপর দিয়ে ঢুকবে বাংলাদেশে।
জওয়াদের প্রভাবে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনায়। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে। দিঘা, বকখালিতে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
জাওয়াদ নিয়ে জোর প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। তৈরি করা হয়েছে বিশেষ টিম। বিদ্যুৎ দপ্তরে সমস্যার কথা জানানোর জন্য ৮৯০০৭৯৩৫০৩/০৪ এই হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এছাড়াও সিইএসসি-র কাছে সমস্যার কথা জানাতে হবে ৯৮৩১০৭৯৬৬৬/৯৮৩১০৮৩৭০০ নম্বরে।